নিজস্ব প্রতিবেদকঃ ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের প্রতিনিধি দলটি টানা ৩ ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের জানানো হয় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা যায় এবং আরপিওসহ বিদেশি পর্যবেক্ষকদের সহযোগিতা কামনা করা হয় নির্বাচন কমিশনের কাছে। এছাড়াও ব্যালটের মাধ্যমে সংবিধানসহ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই ইউই প্রতিনিধি দলটি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবার রহমান সরকার। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি। আর এ নিয়ে সবমিলে মোট ৭৬ তম বৈঠক করলেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। তবে তারা চায় গণতান্ত্রিকভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠুভাবে যেন সম্পন্ন করতে পারে কমিশন।