ইউরোপে পোশাক রপ্তানিতে চীনকে টপকে শীর্ষে বাংলাদেশ

র- নিউজ ডেস্কঃ ইউরোপের বাজারগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে প্রথমবারের মতো চীনকে টপকে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ।গত তিন বছর ধরে ইউরোপের বাজারে অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ ১৩৩ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে একই সময়ে চীন রপ্তানি করেছে ১৩১ কোটি সমপরিমান তৈরি পোশাক।
২০২১ সালের তুলনায় গত বছর পরিমাণের দিক থেকে বাংলাদেশের পোশাক রপ্তানি ২১ দশমিক ২০ শতাংশ বাড়লেও চীনের বেড়েছে ১১ দশমিক ৮৬ শতাংশ।
ইউরো স্ট্যাটের তথ্য দিয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ রবিবার (৬ আগস্ট) জানায়, ইইউ গত বছর বিভিন্ন দেশ থেকে ১০ হাজার ৩১০ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। ২০২১ সালের তুলনায় গত বছর ইইউর বাজারে পোশাক আমদানি ২০ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।প্রসঙ্গত, ইইউর বাজারে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ কম দামে পোশাক রপ্তানি করে। গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া প্রতি কেজি পোশাকের গড় মূল্য ছিল ১৭ দশমিক ২৭ ডলার, যা এক বছর আগে অর্থাৎ ২০২১ সালে ছিল ১৫ দশমিক ৪২ ডলার। অর্থাৎ গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া পোশাকের গড় মূল্য প্রায় ১২ শতাংশ বেড়েছে