জাতীয়শিক্ষাশিরোনাম

ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাসে মিয়ানমারের শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ  বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে বিনামূল্যে পড়ার সুযোগ পাওয়া মিয়ানমারের ১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ২৮ আগস্ট ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাসে মিয়ানমারের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস জানায়, এ বছর মিয়ানমারের ১০ জন শিক্ষার্থীকে কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোনমিক্স এবং পাবলিক হেলথ বিষয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পক্ষ থেকে পূর্ণ বৃত্তি প্রদান করা হয়। দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া মিয়ানমারের ১০ শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভিসা হস্তান্তর করা হয়।মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে এখন উচ্চশিক্ষার মান ও পরিবেশ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ার সুযোগ পাওয়া মিয়ানমারের শিক্ষার্থীরা অত্যন্ত ভাগ্যবান।রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, উচ্চশিক্ষা লাভ করে এসব শিক্ষার্থীরা নিজ দেশে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।রাষ্ট্রদূত বলেন, শিক্ষার্থীরা তাদের নবলব্ধ আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক এবং বাংলাদেশে সংগৃহীত অভিজ্ঞতা ব্যবহার করে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক উন্নয়নে দূতের ন্যায় ভূমিকা রাখতে সমর্থ হবে।তিনি আরও বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রাক-বিশ্ববিদ্যালয় এবং স্নাতক প্রোগ্রামে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, প্যালেস্টাইন, সেনেগাল, শ্রীলঙ্কা, সিরিয়া, তিমুর লেস্তে ও ভিয়েতনামের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button