অন্যান্যশিরোনাম

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃচট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার একটি বাসা থেকে শাহনাজ আক্তার (৩৩) নামে এক গৃহবধূ ও তার ৪ বছরের মেয়ে সাবেকুন্নাহার ইভার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহনাজ আক্তারের স্বামী মো. শাহজাহানকে আটক করেছে পুলিশ।২৯ আগস্ট বেলা ১২টার দিকে থানার ব্যাংক কলোনি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।শাহনাজ আক্তার ও তার স্বামী মো. শাহজাহান ইপিজেড থানা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল মঙ্গলবার  সকালেও তাদের মধ্য ঝগড়া হয়। একপর্যায়ে মেয়েসহ আত্মহত্যা করেন তিনি। ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button