অন্যান্যশিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ এ অভিযান চালিয়ে

কিশোর অপরাধী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিনিধিঃ    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে কিশোর অপরাধী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।শনিবার (৫ আগস্ট) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকা থেকে খেলনা পিস্তলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর-কলোনীপাড়া মহল্লার ফেরদৌসুর রহমান সিজান (১৯), প্লান্টিক পাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে বেলাল হোসেন (২১), আলীনগর-রেলপাড়া মহল্লার বাবলু ইসলামের ছোলে রমজান আলী (১৯)।সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কিশোর অপরাধী চক্রের মূলহোতা ফেরদৌস রহমান সিজানসহ তার সহপাঠীরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-আতাবাগানে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন খবরে র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে কিশোর অপরাধী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ক্ষুর, প্লাস্টিকের তৈরি একটি খেলনা পিস্তল, কাগজে মোড়ানো ৫ পুরিয়া গাঁজাসহ একটি কলকি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোর অপরাধী চক্রের মূলহোতা সিজানসহ তাদের ৩ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানায় একটি দায়ের হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button