রাজধানীর কল্যাণপুরে ফুটওভার ব্রিজের নিচে বৈশাখী পরিবহন ও পরিস্থান পরিবহনের দুই বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মনিরুজ্জামান (৩১) নামে এক যুবক। এলজিইডির ওয়ার্ক অ্যাসিসট্যান্ট পদে চাকরির পরীক্ষা দিতে রংপুর থেকে ঢাকায় আসেন তিনি। মোটরসাইকেলে করে সবুজবাগে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বৈশাখী পরিবহনের চালক মো. তৌহিদুর রহমান তুষারকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। তবে পরিস্থান পরিবহনের চালক মোন্নাফ হোসেন (৪৫) এখনো পলাতক।শুক্রবার (১৪ জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।তিনি বলেন, সকালে কল্যাণপুর ফুটওভার ব্রিজের নিচে বাইকে থাকা অবস্থায় দুই বাসের চাপায় আহত হন মনিরুজ্জামান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি। মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে।মনিরুজ্জামান রংপুর থেকে ঢাকায় আসেন। বাস থেকে নেমে বাইকে করে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন।নিহত মনিরুজ্জামান রংপুরের গাবতলী উপজেলার রফিকুল ইসলামের সন্তান। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মনিরুজ্জামানের চাচাতো ভাই মো. এনামুল হক (৩২) বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, এলজিইডির ওয়ার্ক অ্যাসিসট্যান্ট পদে চাকরির পরীক্ষা দিতে বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকায় আসেন মনিরুজ্জামান ওরফে বাবু। সকালে গাবতলীতে বাস থেকে নেমে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেলে সবুজবাগে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। পথে কল্যাণপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে বৈশাখী পরিবহন ও পরিস্থান পরিবহন চালকের দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি পরিস্থান পরিবহনের নিচে পড়ে যায়। এতে মনিরুজ্জামান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।