ছিটকে গেলেন জাকের-রাজা, ডাক পেলেন ইরফান-খালেদ
র-নিউজ : ওয়েস্ট ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ ‘এ’র উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী ও পেসার রেজাউর রহমান রাজা। মাথায় বলের আঘাতে কনকাশনে পড়েছেন জাকের আর হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন রাজা।
তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইরফান শুক্কুর ও খালেদ আহমেদ। ম্যাচের আগের দিন সোমবার রাতে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাকের। অনুশীলনে নেটে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পান জাকের। ‘কনকাশন’ দেখা দিলে ছিটকে যান তিনি। ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, ৪৮ ঘণ্টা মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হবে জাকেরকে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে জাকের ১২৩ বলে করেন ৬৪ রান। ফলো-অনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৭ বলে ৩৬ রান করে দলকে এনে দেন ড্র। প্রথম ম্যাচে জাকেরকে একবারও আউট করতে পারেনি ক্যারিবিয়ান বোলাররা। এদিকে এই ম্যাচেই বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রাজার অবস্থা বুঝতে ঢাকায় তার পায়ের এমআরআই করা হবে বলে জানিয়েছেন দলের ফিজিও।
সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ব্যাটিং করে ‘এ’ দলে ডাক পান ইরফান। লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৫ ইনিংসে ৬৩.৯০ গড়ে আসরের তৃতীয় সর্বোচ্চ ৭০৩ রান করেন ইরফান। হাঁকান ১টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি।
তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে জাকেরের জায়গায় সুযোগ পাওয়া ইরফান খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে ৩ ইনিংসে করেন ১০১ রান। এর আগে জাতীয় ক্রিকেট লিগে ১০ ইনিংসে স্রেফ ২২.৯০ গড়ে ২২৯ রান করেন ইরফান।
অন্য দিকে লাল বলের ক্রিকেটে জাতীয় দলের আশেপাশেই থাকছেন খালেদ। সবশেষ খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে কোনো উইকেট পাননি। এবার সুযোগ ‘এ’ দলের হয়ে নিজেকেই মেলে ধরার।
দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াড: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, তানজিম হাসান, রিপন মণ্ডল।
সম্পাদনা/ আরিফ