ঝড় তুললো ‘জওয়ান’র নতুন গান
র-বিনোদন ডেস্কঃ প্রকাশ পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’র আরও একটি গান। ছবি মুক্তির সপ্তাহ খানেক আগেই প্রকাশ্যে এলো সিনেমাটির তৃতীয় গান ‘নট রামাইয়া বাস্তাবাইয়া’। ২৯ আগস্ট দুপুর ২টা নাগাদ গানটি টি-সিরিজের ইউটিউব চ্যানেলে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। ‘জওয়ান’ নিয়ে ভক্তদের আগ্রহের পরিমাণটা খুব বেশি। তাই এই সিনেমার নতুন আরও একটি গান প্রকাশ্যে আসতেই ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।
২ মিনিট ৫১ সেকেন্ডের ‘নট রামাইয়া বাস্তাবাইয়া’ গানটিতে শাহরুখকে দেখা গেছে দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে সমান তালে নাচতে। গানটিতে তার লুক মুগ্ধ করছে আট থেকে আশির সবাইকেই!এই গানের সংগীত পরিচালনা অনিরুদ্ধ রবিচন্দ্র। গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র, বিশাল দাদলানি ও শিল্পা রাও। এছাড়াও কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।অ্যাটলি পরিচালিত প্যান-ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। ছবিতে শাহরুখ ছাড়াও আরও রয়েছেন নয়নতারা, সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। ছবিতে দীপিকা পাডুকোনের উপস্থিতিও থাকবে।