নিজস্ব প্রতিবেদকঃ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও অধ্যাপক ফরেনসিক মেডিসিন পদে পদায়িত হয়েছেন প্রফেসর ডা. সোহেল মাহমুদ।আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রফেসর ডা. সোহেল মাহমুদকে সম্প্রতি এই পদে পদায়ন করা হয়।
ডা. সোহেল মাহমুদ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনে (বিএমএ) পর পর দুই বার সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ মেডিকোলিগ্যাল সোসাইটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নব্বই দশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্র সংসদের জিএস এবং বাংলাদেশ ছাত্রলীগ সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন।তিনি কৃতিত্বের সাথে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। প্রফেসর ডা. সোহেল মাহমুদ এর পৈত্রিক বাড়ি কুমিল্লা মহানগরের ৫ নম্বর ওয়ার্ডে রাজবাড়ী কম্পাউন্ড এলাকায়।
সূত্র বাসসঃ