Uncategorizedশিক্ষাশিরোনাম

তবে কি নিভে যাবে আয়শা ছিদ্দিকার স্বপ্ন !

রফিকুল ইসলাম বাচ্চু,  নীলফামারী থেকেঃ  আয়শা ছিদ্দিকার মা রুমি আক্তার অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে জীবন-জিবিকা’র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।মা রুমি আক্তারের স্বপ্ন তার মেয়ে আয়শা ছিদ্দিকা পড়াশুনা করে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে দেশের কল্যানে অবদান রাখবে। ২০২৩ সালের স্কুল  সার্টিফিকেট  পরীক্ষায়  আয়শা ছিদ্দিকা জিপি-এ গোন্ডেন-৫ পাওয়ার  গৌরব আর্জন করেছে।  মায়ের  বুকের  লালিত  স্বপ্ন  পুরণ করতে চায় আয়শা ছিদ্দিকা।কিন্ত এ শিক্ষা লাভে’র অর্থ যোগানের ভাবনা কুড়ে-কুড়ে খাচ্ছে মেধাবী শিক্ষার্থী আয়শা ছিদ্দিকাকে।তাহলে;অর্থের অভাবে লেখাপড়া থেকে ঝড়ে পড়বে মেধাবী শিক্ষার্থী আয়শা ছিদ্দিকা।সরেজমিনে জানা গেছে; নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোবড়ার ডাঙ্গ এলাকার ভুমিহীন মৃত; আইযুব আলী’র মেয়ে আয়শা ছিদ্দিকা পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজ থেকে ২০২৩ সালে স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপি-এ গোল্ডন-৫ এর গৌরব আর্জন করে।মেধাবী শিক্ষার্থী আয়শা ছিদ্দিকা  গনমাধ্যমকর্মীদের  বলেন, আমার  বাবা একজন  গার্মেন্টসকর্মী ছিলেন। তার মুত্যু’র পর আমার মা প্রতিবেশীদের বাড়ী-বাড়ী ঝিয়ের কাজ করে জীবন-জিবিকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।খেয়ে-না-খেয়ে সরবকারের দেয়া বিনামুল্য বই ও উপবৃত্তি পেয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের লেখা-পড়া শেষ করতে পেরেছি।কিন্ত উচ্চশিক্ষা লাভে অর্থের যোগান  কোথা থেকে আসবে এ চিন্তা-ভাবনা আমাকে সারাক্ষণ কুড়ে-কুড়ে খাচ্ছে।আমি উচ্চশিক্ষা লাভে মানবতার মা ও শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান কিংবা কোন হ্নদয়বান ব্যাক্তী বা প্রতিষ্ঠান এগিয়ে না আসলে মায়ের স্বপ্ন আর আমার উচ্চ শিক্ষা লাভের আশার গল্প আলো-আধাঁরের মিলিয়ে যাবে। আয়শা ছিদ্দিকার মা রুমি আক্তার বলেন,আমার ভুমিহীন স্বামী মৃত্যু’র পর আমার তিনটি কন্যা সন্তানের ভরন-পোষন কি-ভাবে চালাবো এমনটি ভেবে কুল-কিনা পাচ্ছিলাম না।অণ্যের জমিতে একটি ঝুপড়ি ঘরে রাদ-বৃষ্টি মাথায় নিয়ে প্রায় সাতদিন খেয়েনা খেয়ে দিন কেটেছে।সন্তাদের মুখে একমুঠো ভাত তুলে দিতে প্রতিবেশী সচ্ছল ব্যাক্তিদের দ্বারে-দ্বারে ঘুরে ঝিয়ের কাজ করে    সংসার চালাচ্ছি।এ চলার  কবে শেষ হবে জানি না।আমার মেয়ে এবার  এস এস সি  পাশ করলো আর ২য় মেয়ে পঞ্চশ্রেণী ও তৃতীয় মেয়ে দ্বিতীয় শ্রেণীতে লেখা-পড়া করছে। বড় মেয়েমেধাবী শিক্ষার্থী আয়শা ছিদ্দিকার পড়াশুনা অর্থের অভাবে বন্ধ হয়ে না যায় এ জেলা-উপজেলা প্রশাসন ও হ্নদয়বান ব্যক্তিদের সহযোগগগিতা কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button