অন্যান্যশিরোনাম

তীব্র গরমে রেললাইনে বাঁক, সিলেটগামী ট্রেন আধা ঘণ্টা আটকা

নিজস্ব প্রতিবেদকঃ তীব্র তাপপ্রবাহের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জে আখাউড়া-সিলেটের রেললাইন বেঁকে যাওয়ায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আধা ঘণ্টা আটকে রাখা হয়। রেলওয়ের ও স্থানীয় লোকজন কাদা ও পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করেন। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।শমসেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রবিবার প্রচণ্ড গরমের কারণে রেললাইন আঁকা-বাঁকা হয়ে পড়ে। আঁকা-বাঁকা হওয়া লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেয়। ৭১৯ নম্বর সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন রবিবার বিকাল ২টা ৪৭ মিনিটে শমসেরনগর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। রেলস্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যেতে ৭ মিনিট সময় লাগে। শমসেরনগর বিমান বাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর ট্রেনের গতি হ্রাস পায় এবং এক পর্যায়ে ট্রেন আটকা পড়ে। এ সময় ট্রেনের কর্মচারী নেমে ও খবর পেয়ে রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকরা সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা সময় ধরে পানি ও কাঁদা রেললাইনে ছিটান। পরে লাইন ঠান্ডা হওয়ার পর ট্রেন ছেড়ে যায়।রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে রেললাইন আঁকা-বাঁকা হয়ে যায়। আমরা খবর পেয়ে দৌড়ে সেখানে গিয়ে পার্শ্ববর্তী ছড়া থেকে পানি ও কাঁদা ছিটায়। পরে ট্রেন ছেড়ে যায়।’শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব দেশ রূপান্তরকে বলেন, ‘সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে থাকলে অনেক সময় রেলপথ বাকলিং হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমের কারণে রেলগেট এলাকায়ও রেলপথের কিছু লাইন বাকলিং হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button