আন্তর্জাতিকওপার বাংলাবিনোদনশিরোনাম

দুই নায়িকার চুলোচুলি,

-বন্ধ শুটিং-

র-বিনোদন ডেস্কঃ   শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পীরা যেমন মজা করেন, তেমনি কখনো কখনো ঝগড়াও বাঁধিয়ে ফেলেন। এবার শুটিং সেটে ঝগড়া বাঁধিয়ে বসেছেন ভারতীয় টিভি অভিনেত্রী তৃণা সাহা। ‘মাতঙ্গী’ শিরোনোমে ওয়েব সিরিজের শুটিং সেটে সোহিনীর সঙ্গে ‘ক্যাট ফাইট’ হয় তৃণার। তারপর শুটিং না করে সেট ছেড়ে চলে যান এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুটিং সেটে নিজস্ব মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসার নিয়ে যান সোহিনী সরকার। সেই খরচ বহন করে প্রযোজনা সংস্থা। ‘মাতঙ্গী’-এর ওয়েব সিরিজের ক্ষেত্রেও তাই করেছেন সোহিনী। এদিকে তৃণা বিষয়টি জানতেন না। শুটিংয়ে গিয়ে বিষয়টা জেনে তিনিও একই সুযোগ দাবি করেন। আর তা নিয়েই ঝগড়ার সূত্রপাত। তৃণার বিরুদ্ধে পরিচালকদের অপমানের অভিযোগও উঠেছে। ঘটনার পরই চিৎকার চেঁচামিচি শুরু হয়, সেট ছেড়ে বেরিয়ে যান তৃণা সাহা।এদিকে কেউ কেউ বলছেন, ঝামেলা বাড়ে সোহিনীর একটা মেসেজে। সোহিনী নাকি আর্টিস্টগ্রুপের হোয়াটসঅ্যাপে কারোর নাম না করে লিখেছেন— ‘আমার বিনীত অনুরোধ প্রোডাকশন ও পরিচালক টিমের কাছে, অভিনেতা-অভিনেত্রীদের কী প্রয়োজন (অভিনয় ক্ষমতা বাদ দিয়ে) তা কথা বলে মিটিয়ে নিলেই কাজটা সুবিধা হয়। আমি কথাগুলো লিখতে বাধ্য হচ্ছি, কারণ আমি কী সুবিধা পাচ্ছি, সেটা নিয়ে সেটের পরিবেশ নষ্ট হচ্ছে।’সোহিনীর এই মেসেজেই নাকি আরো অপমান বোধ করেছেন তৃণা। এ বিষয়ে তৃণা সাহা ও সোহিনী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।এ ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে ওয়েব সিরিজটির কাজ। ফের কবে শুটিং শুরু হবে তা এখনো বলতে পারছেন না কেউ। ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button