সুনামগঞ্জের জামায়াত-শিবির সন্দেহে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পর্যটনবাহী নৌকা থেকে গ্রেপ্তার ৩১ জন বুয়েট শিক্ষার্থীসহ ৩৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে।রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় জামায়াত-শিবির কর্মী সন্দেহে তাদের আটকের পর গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।এর আগে দুপুরে তাহিরপুর থানার উপপরিদর্শক মো. রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসদমন আইনে মামলা দায়ের করেন।টাঙ্গুয়ার হাওরে পর্যটনবাহী নৌকা থেকে দুপুরে ৩১ জন বুয়েট শিক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করে তাহিরপুর থানা পুলিশ। সন্ত্রাসদমন আইনে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।এ সময় নৌকার দুই মাঝিকে আটক করা হলেও পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।গ্রেপ্তার শিক্ষার্থীদের মধ্যে ৩১ জন বুয়েটের শিক্ষার্থী, একজন বাবুর্চি ও দুজন সঙ্গী।গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- বুয়েটের শিক্ষার্থী আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, সাইখ মিয়া, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান, মো. শামীম আল রাজি, মো. আবদুল্লাহ আল মুকিত, মো. জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মো. ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত, এ টি এম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আনোয়ারুল্লাহ সিদ্দিকী, আলী আম্মার মৌয়াজ, মো. রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আবদুর রাফি, মাঈন উদ্দিন, আবদুল বারি, বাকি বিল্লাহ, মাহাদি হাসান, তানভির হোসেন, আশ্রাফ আলী, মো. মাহমুদ হাসান, এহসানুল হকন।অন্যরা হলেন- বাবুর্চি রাইয়ান আহম্মেদ, সঙ্গী তানিমুল ইসলাম ও আবদুল্লাহ মিয়া।