শিরোনাম
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না: এমপি মনসুর রহমান
রাজশাহী সংবাদদাতাঃ রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা মো: মনসুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না । স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এর সব অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তার নাম আজীবন বাংলাদেশের ইতিহাসে স্বর্নাক্ষরে লিখা থাকবে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা ভূমি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক প্রমূখ।