Uncategorized
বিশ্বসুন্দরী পরি আসছে ১১ ডিসেম্বর
চূড়ান্ত হয়েছে বহুল প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ মুক্তির দিন-ক্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র বিশ্বসুন্দরীতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন পরীমনি ও সিয়াম। এছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠুর মত শক্তিমান অভিনেতারা।
পরিচালক বলেন, ‘মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে ‘বিশ্বসুন্দরী’ ছবির গল্প। আশা করছি সব শ্রেণীর দর্শক পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করাতে পারবেন।‘ চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
তিনি বলেন, ‘এর আগে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তির কথা থাকলেও দেশব্যাপী লকডাউন শুরু হবার কারণে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। এবার তাই আমরা চাইছি, বিজয় দিবসের সপ্তাহে দর্শক স্বাস্থ্যবিধি মেনে ছবিটি দেখতে আসুক।‘