নিজস্ব প্রতিবেদকঃ ভারতের কলকাতা থেকে আসা তেলের পাইপবাহী তিনটি জাহাজ কুড়িগ্রামে চিলমারী নৌবন্দরে ভিড়েছে। কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে জাহাজ তিনটি আসামের উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে।নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী পথে কলকাতা থেকে আসামে পণ্য পরিবহনে এ রুটটি ব্যবহার করছে ভারত।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১২ জুলাই) বিকেলে জাহাজ তিনটি চিলমারীর নৌবন্দরে পৌঁছায়। এর পর সন্ধ্যা নাগাদ কাস্টমস ক্লিয়ারেন্স পেলেও জাহাজ তিনটি নৌবন্দরে অবস্থান করছে। আজ (বৃহস্পতিবার) যেকোনো সময় জাহাজ তিনটি আসামের উদ্দেশে যাত্রা করবে।কাস্টমস অফিস সূত্র জানায়, জাহাজ তিনটিতে তেলের পাইপ থাকায় ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এ সময় ব্রহ্মপুত্র নদে পানি বেশি থাকায় এই রুট ব্যবহার করে জাহাজ তিনটি কলকাতা থেকে আসামে যাচ্ছে। অন্য সময় নদীতে নাব্যতা সংকটে বড় জাহাজ না ভিড়লেও এখন পানি বাড়ার কারণে বড় জাহাজ নৌবন্দরে ভিড়ছে। বুধবার বিকেল ৪টার দিকে কলকাতা থেকে তেলের পাইপবাহী তিনটি জাহাজ চিলমারী নৌবন্দরে পৌঁছায়। কাস্টমস ক্লিয়ারেন্স শেষ হলেই জাহাজ তিনটি বৃহস্পতিবার যেকোনো সময় চলে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।