ভারত-কানাডা সম্পর্কে ফাটল, বাণিজ্যচুক্তি স্থগিত
র-আন্তর্জাতিক ডেস্কঃ জি-২০ সম্মেলনে শেষ হতে না হতেই ভারত ও কানাডার সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে এসেছে। কানাডার সরকার ভারতের সঙ্গে তাদের বাণিজ্যচুক্তি স্থগিতের ঘোষণা করেছে। দুই দেশের মধ্যে এ চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কানাডার বাণিজ্যমন্ত্রীর মুখপাত্র শান্তি কসেন্টিনো দেশটির সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের কথা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।কসেন্টিনো বলেছেন, আমরা ভারতের সঙ্গে আসন্ন বাণিজ্যচুক্তি স্থগিত করেছি। তবে ঠিক কী কারণে ভারতের সঙ্গে এ চুক্তি স্থগিত হলো-তা জানায়নি দেশটি। অন্যদিকে ভারতের কর্মকর্তারা জানান, রাজনৈতিক ইস্যতে কানাডার সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিত হয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করে আসছেন, কানাডায় ভারতবিরোধী বিচ্ছন্নতাবাদী ও খালিস্তানপন্থিদের কর্মকাণ্ড বেশ বেড়েছে। এজন্য তিনি কানাডার সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। জি-২০ সম্মেলনের মাঝেই তিনি শিখ ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সমালোচনা করেন। জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রূডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেননি মোদি। এ ছাড়া একজন কেন্দ্রীয় মন্ত্রী বিদায় জানান ট্রুডোকে। এরপর ট্রূডো দেশে ফিরতে না ফিরতেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের খবর এলো।