
রাজশাহী সংবাদদাতাঃ রাজশাহীর বাগমারায় বিয়ের চার দিনের মাথায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে ।সোমবার দিবাগত রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ওই যুবকের নাম আবদুর রাজ্জাক। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর গত ২৫ আগস্ট মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের শাপলা খাতুনের (১৮) সঙ্গে তার বিয়ে হয়। শাপলা খাতুনেরও এটি দ্বিতীয় বিয়ে।বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গতকাল রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরেই ছিলেন শাপলা। সকালে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারলে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে শাপলাকে গ্রেপ্তার করে।মঙ্গলবার সকালে রাজ্জাকের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে গ্রেপ্তার শাপলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি।