শিরোনাম

রাজশাহীতে বেসিক ব্যাংক কর্মকর্তার প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব ২৫ পরিবার

রাজশাহী সংবাদাতাঃ   রাজশাহীতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বেসিক ব্যাংকের বরখাস্ত ক্যাশিয়ার তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকিরের বিচার দাবিতে মানবন্ধন করেছে ভূক্তভোগিরা। শনিবার বেলা ১১.৩০টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে ভূক্তভোগিরা অভিযোগ করেন, চেক জালিয়াতি ও জাল স্বাক্ষরসহ নানাভাবে ২৫টি পরিবারের কাছ থেকে ৪ কোটি ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বেসিক ব্যাংকের ক্যাশিয়ার তাসনোভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির  । তাদের বাড়ি নগরীর দাসপুকুর এলাকায়।

মানববন্ধনে প্রতারণার শিকার নগরীর রামচন্দ্রপুর বাসার রোড এলাকার মায়া বেগম জানান, বেসিক ব্যাংকের ক্যাশিয়ার তাসনুভা ফেরদৌস আমাকে ধর্ম মা বানিয়ে সম্পর্ক গড়ে তোলে। সে তার ব্যাংকে একাউন্ট খুলতে বললে আমার বিভিন্ন জায়গার সম্পত্তি বিক্রি করে ব্যাংকে ৭৯ লক্ষ টাকা রাখি। সে পরবর্তিতে চেক জালিয়াতি করে আমার একাউন্ট থেকে টাকা তুলে নেয়। পরে আমরা তার জালিয়াতির বিষয়টি জানতে পেরে তার কাছে গেলে আমার নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আদালত তার মামলা খারিজ করে দিয়েছে। পরে আমি তার বিরুদ্ধে আদলতে মামলা করেছি।একই ভাবে প্রতারণা করে হাজরাপুকুর এলাকার নাহিদা নাসরিন লিনা নামের ভূক্তভোগির কাছ থেকে ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির। এছাড়াও তাদের প্রতারণার শিকার হয়ে আরো ২৩ টি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে।

টাকা ফেরতসহ প্রতারক স্বামী-স্ত্রীর শাস্তির দাবি জানিয়ে নাহিদা নাসরিন বলেন, তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকিরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় এখন পর্যন্ত এক ডজনের এর বেশি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়ে তারা বেশ কিছুদিন কারাগারেও ছিলেন। ১১টি মামলায় তারা বর্তমানে জামিনে রয়েছেন। নগরীর রাজপাড়া থানার দুইটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার না করে, উল্টো মামলার বাদিদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে জানান

নাহিদা নাসরিন লিনা বলেন, তাসনুভা ফেরদৌস আমার পূর্ব পরিচিত। তার বিপদের জন্য পাশে দাঁড়িয়ে ছিলাম। তাকে আমি ৫৫ লাখ টাকা দেয়। সে যখন বেসিক ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখায় কর্মরত। সে টাকাগুলো নিয়ে এভাবে প্রতারণা করবে তা ভাবিনি। আমি এখন সর্বশান্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর সে শহরে ফ্ল্যাট কিনে বেড়াচ্ছে। তাসনুভা ফেরদৌস মত বাংলাদেশে যেন আর কেউ এত বড় প্রতারণা করতে পারে,তার জন্য সর্বোচ্চ দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান , ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button