রাজশাহী সংবাদদাতাঃ রাজশাহীর মোহনপুরে ভুটভুটি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছেন আরো ৪ জন।বুধবার সকাল সাড়ে দশটার দিকে মোহনপুর উপজেলার সাকোয়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, বাগমারা উপজেলার জিয়া এলাকার আজিবুর রহমান ও মোহনপুর এলাকার জাহাঙ্গীর এবং সাকোয়া গ্রামের আবুল হোসেন ।বিষয়টি নিশ্চিত করে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ র-নিউজকে জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কে ৩ টি গরু নিয়ে অবৈধ ভুটভুটি সিটি হাটে যাওয়ার সময় মোহনপুর থেকে কেশরহাট বাজারের দিকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে ১ জন নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ২ জন মারা যান। এ ঘটনায় আরো ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।