উন্নয়ন অগ্রগতিশিক্ষাশিরোনাম
রাজশাহীর পুঠিয়ায় শিক্ষার্থীদের মাঝে “এমপি শিক্ষাবৃত্তি প্রদান”
রাজশাহী সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন ও অধ্যাপক এমপি মনসুর রহমান শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।বুধবার বেলা এগারোটার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আয়োজনে পুঠিয়া ইসলামিয়া মহিলা কলেজের হলরুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।এসময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আলী মাজরুই রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: মো: মনসুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা : ডালিয়া পারভীন প্রমূখ।