র- নিউজ : প্রযুক্তিগত রুপান্তরের দীপ্ত শপথ নিয়ে আর ডিজিটাল স্মাট বাংলাদেশ গড়েত – র- নিউজ সমগ্র বাংলাদেশে রিপোর্টার/বিশেষ প্রতিনিধি/ ব্যুরো চীফ/, বিভাগীয় প্রতিনিধি/জেলা প্রতিনিধিসহ/ উপজেলা প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে।
আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা ফটোসহ সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, মেয়র/অথবা চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এইগুলোর স্কান কপি এবং আপনার পদের নাম উল্লেখ পূর্বক – র-নিউজ , মানবসম্পদ বিভাগ বরাবরে
E- rawnewsbd.com@gmail.com- এই ইমেইলে আবেদন করুন।
র- নিউজ পরিবারের
মানবসম্পদ
বিভাগ
E- rawnewsbd.com@gmail.com
তবে উদ্যোমী ও তরুণ সংবাদকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ই-মেইলে সিভি পাঠান। র- নিউজ মানব সম্পদ বিভাগ আপনাদের সাথে যোগাযোগ করবে।
শুভেচ্ছান্তে
শিউলি রোজা অর্পা
এডমিন
র- নিউজ।