Common

ইরানে হামলা করা তো দূরে থাক, এ আলোচনা করাই উচিত নয়’

আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের ননপ্রলিফারেশন নীতি সংক্রান্ত পরিচালক কেলসি ড্যাভেনপোর্ট জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে; তারা এখন খুব দ্রুত পারমাণবিক বোমা নির্মাণ করতে সক্ষম।

তিনি সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে হিতে-বিপরীত হতে পারে।

তিনি আরও বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি আলোচনার টেবিলে আসাই উচিত নয়। ড্রোন ও মিসাইল হামলার জবাবে পারমাণবিক স্থাপনায় হামলা চালানো একটি বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হবে। এতে আরও বড় আকারে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে।’

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা করে ইসরাইল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরাইল আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরাইলকেই দায়ী করে।

সেই হামলার প্রতিশোধ নিতেই গত রোববার ভোররাতে ইসরাইলে ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।

Related Articles

Back to top button