Uncategorized

ঈদযাত্রার চতুর্থ দিনে দেরিতে ছাড়ল ট্রেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে শুরু হয়েছে বিশেষ ট্রেন যাত্রা। ঈদযাত্রার চতুর্থ দিন শনিবার (৬ এপ্রিল) কমলাপুর স্টেশনে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। তবে, এদিন সকালে বিলম্বে ছেড়েছে ধূমকেতু এক্সপ্রেস। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা যায়, সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়েছে ৭টা ৫০ মিনিটে। ট্রেনটি প্রায় পৌনে দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। তবে সোনারবাংলা এক্সপ্রেস, এগারসিন্দুর প্রভাতি, তিস্তা এক্সপ্রেস, সুন্দরবন এক্সেপ্রেস সময়মতই স্টেশন ছেড়েছে।

ধূমকেতু ট্রেন দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়েন ট্রেনটির যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের বিড়ম্বনা ছিল বেশি। এক যাত্রী বলেন, দিনের শুরুতেই যদি এভাবে দেরিতে স্টেশন ছাড়ে তবে বাকিটা সময় কী হবে? স্টেশনের ভেতরে ভালো টয়লেট নেই, বিশ্রামও নেয়া যায় না। এ অবস্থায় শিডিউল বিলম্ব হলে ভোগান্তিতে পড়তে হয়। আশা করবো যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে যথাসময়ে ছাড়বে ট্রেন।

কমলাপুরে রেলওয়ে স্টেশনে কর্মরত এক কর্মকর্তা বলেন, ধূমকেতু ঢাকায় প্রবেশ করেছে দেরিতে। এরপর সেটাকে ক্লিনসহ আনুষঙ্গিক কাজ করা হয়। এতে কিছুটা বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে স্টেশন ছেড়েছে। বাকি ট্রেনগুলো সঠিক সময়ে ছাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, আরো কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়তে পারে। কারণ হিসাবে তারা বলছেন, মূলত ট্রেন দেরিতে স্টেশনে পৌঁছানোর কারণে এমন শঙ্কা তৈরি হয়েছে।

Related Articles

Back to top button