র-আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের সীতাপুরে এক মুসলিম দম্পতিকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তাদেরই প্রতিবেশীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত মুসলিম দম্পতির ছেলে ও সেখানকার এক হিন্দু মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত শুক্রবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার জানিয়েছে, মুসলিম দম্পতি আব্বাস এবং তার স্ত্রী কামরুল নিসা রডের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এরপর সব অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।সীতাপুর পুলিশের সুপারিনটেনডেন্ট চক্রেস মিশ্রা জানিয়েছেন, কয়েক বছর আগে (২০২০ সালে) আব্বাসের ছেলে পাশের বাড়ির এক হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে যান। ওই সময় আব্বাসের ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ জেলেও পাঠিয়েছিল।পুলিশের তথ্য অনুযায়ী, যখন কয়েকদিন আগে আব্বাসের ছেলে জেল থেকে মুক্তি পায় তখন মেয়ের পরিবারের কয়েকজন সদস্য তাদের ওপর হামলার পরিকল্পনা করে।পুলিশের সুপারিনটেনডেন্ট চক্রেস মিশ্রা আরও জানিয়েছেন, ‘গ্রামবাসীর তথ্য অনুযায়ী, মৃত দম্পতির ছেলে শওকত এবং প্রতিবেশি হিন্দু ব্যক্তি রামপালের মেয়ে রুবির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শওকত ২০২০ সালে রুবিকে অপহরণ করে। ওই সময় রুবি প্রাপ্তবয়স্ক ছিল না। এ ঘটনায় মামলা দায়েরের পর শওকতকে জেলে পাঠানো হয়েছিল। শওকত (ছাড়া পেয়ে) গত জুনে আবারও রুবিকে অপহরণ ও বিয়ে করে।’পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং জড়িত আরও দুজনকে ধরার চেষ্টা চলছে।
সূত্র: এনডিটিভি