অর্থনীতিআন্তর্জাতিকউন্নয়ন অগ্রগতিএকান্ত সাক্ষাৎকারখেলাধুলাজাতীয়নির্বাচনী হালচালবিনোদনমতামতরাজনীতিশিক্ষা
তটিনী আপুর সঙ্গে আমার হাসির একটু মিল আছে
২০২০ সালে ফটোশুটের মাধ্যমে শোবিজে আমার যাত্রা শুরু। তিনটি ফটোশুটের পর এসএসসি পরীক্ষা দিই। পরে আলোকচিত্রী রফিকুল ইসলাম রাফ ভাইয়া আমার পোর্টফোলিও করেন। নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রে প্রথমবার কাজ করি। এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র করি, ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুট করি।
আমার ফুফাতো ভাই মেজবাহ উদ্দিনের মাধ্যমে বিনোদনজগতে এসেছি। ভাইয়ার ওপর আমার পরিবার খুব ভরসা রাখেন। তিনি আমাকে নিয়মিত দিকনির্দেশনা দেন। নাটকের জন্য প্রবীর ভাইয়া একজনকে খুঁজছিলেন। সেটা জেনে মেজবাহ ভাইয়া, হারিস ভাইয়া, তপু খান ভাইয়া, ইমরাউল রাফাত ভাইয়া আমাকে রেফার করেছেন। স্ক্রিন টেস্ট দিয়ে কাজের সুযোগ পাই। আগেও অবশ্য বেশ কয়েকটি সিনেমা, নাটকে