Commonআপনার-পাতাশিক্ষা
তাপদাহে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ; অভিভাবকেরা স্কুল বন্ধ চান
সারাদেশে তাপদাহ বেড়েই চলছে। জেলা ভেদে কমবেশি হচ্ছে। তবে গত কয়েকদিনের তাপদহ গড়ে অপরিবর্তিতো রয়েছে। দেশজুড়ে বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্যা নিশ্চিত করেছেন।
এ দিকে তীব্র গরমে ৭ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।