অপরাধ

পাবনায় তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍‍্যাব, বোমা উদ্ধার

পাবনার ফরিদপুর উপজেলায় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাত বোমা উদ্ধার করা হয়।

শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মো. শাকিল ও মো. শামীম হোসেন এবং মো. হামিদ প্রামাণিকের ছেলে মো. সাদেক হোসেন। তাদের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে র‍‍্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান‌ চালানো হয়। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র ও তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিস্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে, ইতোমধ্যেই তারা রওনা হয়েছে। এবিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।

Related Articles

Back to top button