ভাঙলো জাস্টিন ট্রুডোর সংসার
র- আন্তর্জাতিক ডেস্কঃ এবার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের জন্য তারা এরইমধ্যে একটি আইনি চুক্তিতে সই করেছেন। এর মাধ্যমে এ দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে।কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ট্রুডো দম্পতি নিজেদের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে আলাদা থাকার এই সিদ্ধান্ত সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই নিয়েছেন।জাস্টিন ট্রুডো ও সোফি ঘর বেঁধেছিলেন ২০০৫ সালের মে মাসে। বর্তমানে ৫১ বছর বয়সি জাস্টিন ও ৪৮ বছর বয়সী সোফি দম্পতির তিনটি সন্তান রয়েছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর।ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তারা পরিবারের মতো হয়েই থাকবেন। যাতে তিন সন্তান নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়।রয়টার্স জানায়, এর আগে ট্রুডোর বাবা ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ১৯৭৭ সালে তার স্ত্রী মার্গারেটের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। জাস্টিনের মতো তিনিও তখন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।