আন্তর্জাতিকশিরোনাম
মাউন্ট ইটনার আগ্নেয়গিরি জেগে উঠলো
র-আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের সবচেয়ে সক্রিয় মাউন্ট ইটনার আগ্নেয়গিরি জেগে উঠলো । ইতালির বিখ্যাত পর্যটনস্থলের এই আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে সোমবার সেখানকার কাটানিয়া বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। রোববার রাতভর চলে অগ্নুৎপাত।রয়টার্সের খবরে বলা হয়, কাটানিয়ার মেয়র এনরিকো ট্রানটিনো পরবর্তী ৪৮ ঘন্টার জন্য শহরে মোটরসাইকেল এবং বাইসাইকেল নিষিদ্ধ করেছেন। অনেক রাস্তা ছাইয়ে ঢেকে গেছে। এর আগে গত ২১ মে একবার কাটানিয়া বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছিল। তখনও জেগে উঠেছিল এই আগ্নেয়গিরিটি।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, বিমানবন্দরটি পুনরায় চালু হয়েছে। পর্যটনসহ বিভিন্ন কারণে এটি ইতালির ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম একটি। গত বছর প্রায় এক কোটি মানুষ এই বিমানবন্দর ব্যবহার করেছেন।