মিয়ানমারের ৯ সীমান্তরক্ষীর টেকনাফে অনুপ্রবেশ
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষীবাহিনী (বিজিপির) ৯ সদস্য। রোববার (১৪ এপ্রিল) সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত দিয়ে প্রাণ বাঁচাতে আশ্রয়ের জন্য তারা অনুপ্রবেশ করে। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলাম।
তিনি জানান, মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মুখে প্রাণের ভয়ে সকালে অস্ত্রসহ আশ্রয়ের জন্য তারা বাংলাদেশে ঢুকে পড়ে। মিয়ানমার সীমান্তরক্ষষী বাহিনীর এই ৯ সদস্যকে প্রথমে নিরস্ত্র করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হেফাজতে আনা হয়। পরে তাদের জিমনখালী বিওপিতে রাখা হয়েছে।
তথ্যসূত্র বলছে, তাদেরকে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৯ বিজিপি সদস্যকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।