রাজশাহীতে ট্রাকের চাপায় দুই বাইকের ৩ আরোহী নিহত
রাজশাহীতে ট্রাকের চাপায় দুই বাইকের তিন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার বিকেল চারটার দিকে পবার মুরারীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দামকুড়া হাট এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), আলমগীরের ছেলে সুইট (৩১) এবং লালমনিরহাট সদর থানার বড়বাড়ী এলাকার জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।
আহত দুজন হলেন-পবার আলীমগঞ্জ গ্রামের রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও নতুন কসবা গ্রামের মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দিকে দুটি মোটরসাইকেল নিয়ে ৫ জন আরোহী পবার দামকুড়া মুরারীপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামীর ট্রাক মোটরসাইকেল দুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. বেলাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন আগেই মারা গেছেন। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দামকুড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী ছিলেন। তবে কে কোন মোটরসাইকেলে ছিলেন তা জানা যায়নি।’
তিনি আরও বলেন, ট্রাকটি বাইক দুটিকে চাপা দিয়েই পালিয়েছে। ট্রাকটি ধরতে অভিযান চলছে। এছাড়া নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।