আপনার-পাতা
শ্যামনগরে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন।
শনিবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেঁকী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মরহুম আবুল কাশেম গাজীর ছেলে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুর আলম জানান, ‘গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ (অনুমতি) নিয়ে বাচ্চু গাজী সহকর্মী মৌয়ালদের সাথে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যান। পরে সকালে বাঘের আক্রমণে তার মৃত্যুর খবর পাওয়া যায়।’