আপনার-পাতা

শ্যামনগরে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন।

শনিবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেঁকী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মরহুম আবুল কাশেম গাজীর ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুর আলম জানান, ‘গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ (অনুমতি) নিয়ে বাচ্চু গাজী সহকর্মী মৌয়ালদের সাথে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যান। পরে সকালে বাঘের আক্রমণে তার মৃত্যুর খবর পাওয়া যায়।’

Related Articles

Back to top button