অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, নিভল ৩ ঘণ্টা পর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকায় অবস্থিত ‘ইসলামপুর চায়না ব্যাটারি’ নামের একটি ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: ফখরুদ্দিন আহমেদ। এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: ফখরুদ্দিন আহমেদ বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কেউ আহত হননি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে পরে বলা সম্ভব বলে জানান তিনি।