হাসান বিশ্বাস , র-নিউজ বিডি : আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কারো সঙ্গে জোটবদ্ধ হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জাতীয় পার্টি চার বার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আর নয়, আগামীতে জাতীয় পার্টি তিনশো আসনেই প্রার্থী মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।
বৃহষ্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরও বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জাতীয় পার্টি একটি আলাদা দল, তাদের একটি প্রতীক আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। কারো পক্ষে-বিপক্ষে যাওয়ার কোন প্রয়োজন নেই।
সরকারের ত্রুটি ধরিয়ে দিতে গেলে জাতীয় পার্টিকে সমালোচনার মুখে পড়তে হয় বলে উল্লেখ করেন মহাজোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী চুন্নু বলেন, অনেকে আমাদেরকে বলেন আপনারা সরকারের সমালোচনা করেছেন-আপনারা কী বিএনপির দিকে চলে গেছেন? সরকারের সমালোচনা করা, ত্রুটি তুলে ধরা আমার দলের রাজনীতি। কিন্তু এটা করলে আপনি কেন ভাবেন বিএনপিতে যাবে কিনা? আবার সরকারের পক্ষে বললে বিএনপি ভাবে আমরা সরকারে যাব কিনা? ‘নো’, আমরা কারো সঙ্গে যেতে চাই না।’ আমরা জনগণের উপর আস্থা রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।