নীলফামারীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
মশিউর রহমান , নীলফামারী : নীলফামারীর ডোমারে যৌতুকের দাবিতে কবিতা রানি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাত ১১টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুবাস চন্দ্র শীল ডোমার সদর ইউনিয়নের চিলাই নাপিতপাড়ার মৃত অভিনয় চন্দ্র শীলের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০০২ সালে সুবাস চন্দ্র শীলের সঙ্গে পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা (নাউয়াপাড়া) এলাকার মৃত বিরেন্দ্র শর্মার মেয়ে কবিতা রানির (৩৫) বিয়ে হয়। এরমধ্যে তাদের এক ছেলে জন্মগ্রহণ করে। কিন্তু মাঝেমধ্যেই কবিতা রানিকে যৌতুকের দাবিতে মারধর করত সুবাস। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিতা রানিকে গলাটিপে ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি মারে সুবাস। এতে কবিতা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কবিতা রানি অনবরত বমি করতে থাকলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী র- নিউজকে বলেন , এ ঘটনায় মৃত কবিতা রানির ভাই সনাতন শর্মা বাদী হয়ে সুবাস চন্দ্র শীলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে সুবাস চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
র-নিউজ/ সম্পদনা ন্যাশনাল ড্রেক্স