
রাজশাহী সংবাদদাতাঃ রাজশাহীর দুর্গাপুরে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উকিল উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার আনোলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী আনোলিয়া গ্রামের মৃত মেছের শাহ্ এর ছেলে ।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মরন নেশা ইয়াবা ট্যাবলেটের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলো আনোলিয়া গ্রামের উকিল উদ্দিন। তার নিজ বাড়ীর পাশে ইয়াবা বেচাকেনার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক এর নির্দেশনায় দুর্গাপুর থানার এসআই সনাতন চক্রবর্তী সংঙ্গীয় ফোর্সসহ মাদক কেনাবেচার সময় ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে মাদক ব্যবসায়ী উকিল উদ্দিনকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান , গোপন সংবাদের ভিত্তিতে আনোলিয়া গ্রামে মাদক কেনাবেচার সময় ৩২পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। দূর্গাপুর থানাকে মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।