র- নিউজ বিডি : জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, ‘জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত শেষ করতে গুরুত্ব দেওয়া হবে। এ মামলায় চার্জশিট দেওয়ার পর তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। এ হত্যাকাণ্ডের মামলার সুষ্ঠু বিচারে সর্বোচ্চ নজর রাখা হবে। অতীতে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে, সেসব মামলাও দ্রুত শেষ করা হবে।’রোববার (১৮ জুন) বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে পদায়ন পাওয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের রিফ্রেশমেন্ট কোর্স উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, এ মৃত্যুর জন্য প্রথমেই আমি গভীর দুঃখ প্রকাশ করছি। আমি তার (সাংবাদিক নাদিম) পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সমাজের প্রতিটি অপরাধই গুরুত্বপূর্ণ। তবে, কিছু কিছু অপরাধ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমার মনে হয়, এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এই বলে যে, তদন্ত শেষ হওয়ার পর এ মামলা অবশ্যই দ্রুত বিচার আদালতে হবে।
বিচার বিভাগ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, ‘আওয়ামী লীগ সরকার কখনও বিচার বিভাগ দলীয়করণ করেনি।