র- বিনোদন ডেস্কঃ ভারতের তামিল সিনেমার সুপারস্টার ধানুশ। গত বছরের শুরুতে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। এ নিয়ে জলঘোলা কম হয়নি। এদিকে জোর গুঞ্জন উড়ছে, দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন ধানুশের প্রাক্তন স্ত্রী ঐশ্বরিয়া।টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ঐশ্বরিয়ার খুব ঘনিষ্ঠ বিকাসান। তিনি তেলেগু সিনেমার অভিনেতা এবং জনপ্রিয় একজন ব্যবসায়ী। এ নায়কের সঙ্গে চেন্নাইয়ের একটি রিসোর্টে দেখা যায় ঐশ্বরিয়াকে। মূলত, এরপরই ছড়িয়ে পড়ে— দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত ঐশ্বরিয়া রজনীকান্ত।এ বিষয়ে একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘ঐশ্বরিয়ার বিয়ে করতে যাওয়ার খবরটি মিথ্যা। সে দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করেনি।’ তবে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি ঐশ্বরিয়ার।ঐশ্বরিয়ার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে। ‘কাদাল কোন্দেইন’ সিনেমার প্রদর্শনীতে প্রথম দেখা হয় ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্তের। পরিবারের সঙ্গে সিনেমাটির প্রদর্শনীতে গিয়েছিলেন ধানুশ। এটি ছিল তার দ্বিতীয় সিনেমা।এই সিনেমার প্রদর্শনীতে আমন্ত্রিত ছিলেন রজনীকান্ত। সেখানে দুই মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন এই কিংবদন্তি। পরে ঐশ্বরিয়া ও সৌন্দর্যের সঙ্গে ধানুশের পরিচয় করান রজনীকান্ত। তারপর জল অনেক দূর গড়ায়।২০০৪ সালের ১৮ নভেম্বর পরিবারের সম্মতিতে ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্তের বিয়ে হয়। ২০০৬ সালে বড় ছেলে যাত্রার জন্ম হয়। দ্বিতীয় সন্তান লিঙ্গা পৃথিবীতে আসে ২০১০ সালে।