আন্তর্জাতিকখেলাধুলাশিরোনাম
স্পেনকে গুঁড়িয়ে ‘সি’ গ্রুপে জাপান
জাপান প্রমাণ করল কেন তারা নারী ফুটবল বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার। স্পেনকে রীতিমতো গুঁড়িয়ে ‘সি’ গ্রুপে সেরা হয়ে শেষ ষোলোয় পা রাখল তারা।
ওয়েলিংটনে সোমবার স্পেনকে ৪-০ গোলে হারিয়েছে জাপান। প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে ২০১১ আসরের চ্যাম্পিয়ন জাপান। শেষ ষোলো তাদের প্রতিপক্ষ ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন নরওয়ে।
জাপানের জয়ে এদিন জোড়া গোল করেছেন হিনাতা মিয়াজাওয়া। আসরে এনিয়ে চার গোল হলো তার, এখন পর্যন্ত যা সর্বোচ্চ।
মিয়াজাওয়ার জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন রিকো উয়েকি ও মিনা তনাকা।
স্পেন তাদের প্রথম দুই ম্যাচে জিতেছিল। ফলে গ্রুপ রানার্সআপ হিসেবে পরের পর্বে যাচ্ছে তারা। শেষ ষোলোয় দলটি খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।