Uncategorized

ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি।

শুক্রবার সকাল ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী সড়কের লক্ষীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রৌমারি এলাকার জনাব আলীর ছেলে সাইদুর রহমান (২৮) ও তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)। চাকরির কারণে সাইদুর জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় থাকতেন।

স্থানীয়দের বরাতে হালুয়াঘাট থানার ওসি মো. মাহবুবুল হক জানান, ঈদের ছুটি শুরু হওয়ায় সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সাইদুর মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি রৌমারিতে যাচ্ছিলেন। পথে লক্ষীকুড়া বাজার এলাকায় একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সাইদুর রহমান মারা যান। গুরুতর আহত সোনিয়া আক্তারকে উদ্ধার করে স্থানীয়রা হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Related Articles

Back to top button