রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক মহাসড়ক থেকে দেয়াল ভেঙে মাদ্রাসার ভিতরে ঢুকে পড়ে। এতে ট্রাকের চালক সহ আহত হয় তিন জন। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার ধোপাপাড়া বাজার সংলগ্ন মোহনপুর আলিম মাদ্রাসায় এ দূর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,একটি সিমেন্ট বোঝাই ট্রাক বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে তাহেরপুরের উদ্দেশ্য আসছিলো। এসময় ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসার কাছে পৌছালেই নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে মাদ্রাসার ভিতরে ঢুকে পড়ে। এতে ট্রাকের চালক সহ আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর মাদ্রাসা বন্ধ থাকায় শিক্ষার্থীদের কোন ক্ষতি হয়নি।