অপরাধশিরোনাম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে চোরাচালানকৃত ৩৪৪টি মোবাইল ফোনসহ গ্রেফতার এক

উজ্জ্বল ভুইয়াঃ  রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৩৪৪টি মোবাইল ফোনসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাচালানকৃত মালামাল বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।  ১১ মে ২০২৪ ইং  তারিখ  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশের শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনয়নকৃত ব্যক্তিকে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোক্তার (৩৬), পিতা- মোঃ ইলিয়াস,  সাং- পাহারপুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি একজন মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোবাইলের মার্কেট ও দোকানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে  মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button