অপরাধশিরোনাম

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

উজ্জ্বল ভুইয়াঃ  ০৯ মে ২০২৪ ইং তারিখে   র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মামলা নং-৩৭, তারিখ- ২৭/০২/২০১৭ ইং, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ১(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ডসহ সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ০৭ বছর যাবৎ পলাতক আসামী মোঃ রিপন আলী (৩৮), পিতা-মৃত কাশেম আলী, সাং- ছেউড়িয়া মন্ডল পাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button