আন্তর্জাতিকশিরোনাম
সাহিত্যে নোবেল বিজয়ী এলিস মুনরো মারা গেছেন
র-আন্তর্জাতিক ডেস্কঃ সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী কানাডার ছোটগল্প লেখিকা এলিস মুনরো ৯২ বছর বয়সে মারা গেছেন।২০১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। সোমবার কানাডার অন্টারিওর পোর্ট হোপে একটি সেবা কেন্দ্রে তার মৃত্যু হয়। জানা গেছে, মুনরো অন্তত এক দশক ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন।৬০ বছরের বেশি সময় ধরে ছোট গল্প লিখেছেন মুনরো। কানাডার গ্রামীণ জীবনকে কেন্দ্র করেই লিখতেন তিনি এলিস মুনরোর গল্পে অন্তর্দৃষ্টি ও সমবেদনা ফুটে উঠত। এ কারণে তাকে প্রায়ই রাশিয়ার লেখক আন্তন চেখভের সঙ্গে তুলনা করা হত।
কানাডার অন্টারিও প্রদেশের উইংহ্যাম এলাকায় জন্ম নেওয়া মুনরো বেড়ে উঠেছেন সেখানকার গ্রাম্য ও শান্ত পরিবেশে। মুনরোর প্রকাশিত ছোটগল্পের সংকলনের মধ্যে আছে- ড্যান্স অব দ্য হ্যাপি শেডস , লাইভস অব গার্লস অ্যান্ড উইম্যান, হু ডু ইউ থিঙ্ক ইউ আর?, দ্য মুনস অব জুপিটার, হেটশিপ ফ্রেন্সশিপ কোর্টশিপ লাভশিপ ম্যারিজ, দ্য ভিউ ফ্রম ক্যাসেল রক, টু মাচ হ্যাপিনেস, ডিয়ার লাইফ।মুনরো কানাডার সর্বোচ্চ সাহিত্য পুরস্কারও পেয়েছেন। তিনি সাহিত্যে নোবেলের পর সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ম্যান বুকার পুরস্কার পান ২০০৯ সালে।