অপরাধশিরোনাম

রাজশাহীতে দুটি ওয়ান সুটার গানসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট থেকে ২টি ওয়ান শুটারগান ও ১০২ বোতল ফেন্সিডিলসহ রফিকুল ইসলাম নামে এক কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রাওথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রফিকুল রাজশাহী নগরীর কাজলা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন
রিকশা চালক। সে রিকশায় যাত্রী পরিবহণের পাশা-পাশি দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর কাছে বিক্রয় করে আসছিল। এছাড়া নিজেও দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা সেবন করত।এ ঘটনায় আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় র‍্যাব।

Related Articles

Back to top button