আন্তর্জাতিকশিরোনাম

৮০ বছর পর মিলল মার্কিন সাবমেরিনের ধ্বংসাবশেষ

র-আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি সমুদ্রের অতল গভীরে হারিয়ে গিয়েছিল।শুক্রবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় দ্বীপ লুজনের কাছে সাগরের তিন হাজার ফুট (৯১৪ মিটার) নিচে ইউএসএস হার্ডার নামে সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।মার্কিন নৌবাহিনীর হিস্টোরি অ্যান্ড হেরিটেজ কমান্ডের (এনএইচএইচসি) তথ্য অনুযায়ী, ১৯৪৪ সালের ২৯ আগস্ট যুদ্ধে সাবমেরিনটি ৭৯ জন ক্রু নিয়ে নিয়ে ডুবে যায়। শেষ দিকের মহড়ায় চার দিনের মধ্যে এটি জাপানি তিনটি জাহাজ ডুবিয়ে দেয় এবং দুটির ব্যাপক ক্ষতি করে।এটি জাপানিদের তাদের যুদ্ধ পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য করে এবং তাদের ক্যারিয়ার বাহিনীকে বিলম্বে ফেলে দেয়, পরাজয়ে অবদান রাখে।

ফিলিপাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধক্ষেত্র ছিল। যুক্তরাষ্ট্র জাপানি ইম্পেরিয়াল আর্মির কাছ থেকে সাবেক উপনিবেশ পুনরুদ্ধারের জন্য সেখানে যুদ্ধ করেছিল।

Related Articles

Back to top button