আন্তর্জাতিকওপার বাংলাবিনোদনশিরোনাম

অভিনেতা ভিভান ঘোষ

র-আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ভিভান ঘোষ সম্প্রতি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন। জানা গেছে, ২৫ জুন শুটিং সেরে ফেরার পথে তার গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেতা।এ প্রসঙ্গে গণমাধ্যমকে ভিভান জানিয়েছেন, ‘মঙ্গলবার (২৫ জুন) শুটিং শেষ হতে একটু রাত হয়ে গিয়েছিল। রাতের ফাঁকা রাস্তায় হঠাৎই গাড়ির পিছনে চলে আসে একটি লরির। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা লরি ধাক্কা মারে গাড়িতে। গান শুনতে শুনতে যাচ্ছিলাম। জোরে ঝাঁকুনি খেয়ে সজাগ হই। কিছু বুঝে ওঠার আগে চারপাশে লোক জড়ো হয়ে যায়।’তিনি আরও জানান, ‘তিনি ও গাড়ির চালক সুস্থ রয়েছেন। চোট অবশ্য অল্প লেগেছে। তবে গাড়িটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে দুমড়ে গিয়েছে। পুলিশ ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করেছে।’

 

Related Articles

Back to top button