আন্তর্জাতিকবিনোদনশিরোনাম

এবার সংসার ভাঙল জ্যাকম্যানের

র-আন্তর্জাতিক ডেস্কঃ  বিয়ের ২৭ বছর পর আলাদা হওয়ার কথা জানিয়েছেন এক্স-ম্যান সিনেমাখ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান ও তার স্ত্রী ডেবোরা-লি ফার্নেস ।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, হিউ জ্যাকম্যান বলেন, ‘আমরা একটি চমৎকার, প্রেমময় দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রী হিসেবে প্রায় তিন দশক এক সঙ্গে ভাগ করে নিতে পেরে ধন্য হয়েছি। আমাদের যাত্রা এখন স্থানান্তরিত হচ্ছে এবং আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘পরিবার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল ও সব সময় থাকবে। আমরা আমাদের এ পরবর্তী অধ্যায়টি কৃতজ্ঞতা, ভালোবাসা ও উদারতার সঙ্গে গ্রহণ করেছি।’
এ ছাড়া জ্যাকম্যান গত এপ্রিল মাসে ফার্নেসকে শ্রদ্ধা জানিয়ে বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রাম পোস্টে শুভেচ্ছা জানান। সেখানে লিখেন, আমি তোমাকে অনেক ভালোবাসি,একসাথে আমরা একটি সুন্দর পরিবার তৈরি করেছি।
হিউ জ্যাকম্যান ডেবোরা-লি ফার্নেস দম্পতি ১৯৯৬ সালে সংসার শুরু করেন। ১৯৯৫ সালে টেলিভিশন সিরিজ ‘কোরালি’তে তারা সহ–অভিনয়শিল্পী ছিলেন। সিরিজটি সেভাবে প্রশংসা না পেলেও শুটিংয়ের সময় থেকেই তাদের মধ্যে প্রেম জমে ওঠে। এক বছর পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button