রাজশাহী সংবাদদাতাঃ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগানসহ নয়ন আলী নামে এক অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।শনিবার দিবাগত রাত এগারোটা দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।আটক নয়ন রাজশাহীর তানোর থানার আলীতলা এলাকার আব্দুল মালেকের ছেলে।র্যাব জানায় , রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর খয়রাবাদ বাজারের কাছে ১ মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে । এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতে-নাতে আটক করে র্যাব। পরে তার দেহ তল্লাশী করে ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাব।